muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মিঠামইন উপজেলায় পৈত্রিক গ্রামে গিয়ে রাষ্ট্রপতি আবেগআপ্লুত হয়ে পড়েন

Hamid-sylhet
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মিঠামইন উপজেলায় পৈত্রিক গ্রাম কামালপুরে গিয়ে তাঁর শৈশবের স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

তিনদিনের সফরে ঢাকা থেকে উপজেলায় পৌঁছার পর মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজে এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এখানে নিরব পরিবেশে কয়েকটি দিন কাটাতে চাই।’

তিনি বলেন, এর আগে আমি যখন এখানে এসেছিলাম, আমি পুরো গ্রাম জুড়ে একা ঘুরে বেড়িয়েছি। কিন্তু এখন তা সম্ভব না। আমি যখন বঙ্গভবনে থাকি, তখন আমি নিরাপত্তা সদস্যদের দ্বারা পরিবেষ্টিত থাকা ছাড়া আর কোন বিকল্প খুঁজে পাই না। আমি এখন এখানে (কামালপুর) এসেছি। কিন্তু লোকজনের সঙ্গে প্রাণ খুলে কথাবার্তা বলা সম্ভব না।

রাষ্ট্রপতি আরো বলেন, ‘আমি এখানে আগের মতোই থাকতে ও সময় কাটাতে চাই। আমি যদি এখানে ১০-১৫ দিন থাকতে পারতাম, আমার খুব ভাল লাগতো। কিন্তু তা সম্ভব না। ’

পরে, আবদুল হামিদ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- ঘুরে দেখেন।

প্রথমে তিনি তমিজা খাতুন মডেল গার্লস হাই স্কুল পরিদর্শন এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি হামিদ সেখানে স্কুলের ছাত্রীদের জন্য একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও নির্মাণাধীন উপজেলা মিলনায়তন পরিদর্শন করেন। তিনি হাজি তৈয়ব উদ্দিন হাই স্কুলের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, জনপ্রশাসন সচিব ড. কামাল আবদুল নাসের এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

Tags: