muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার

করোনা পরিস্থিতিতে সরকার এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা এখনও অব্যাহত আছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে। 

সোমবার (১৫ জুন) ওই তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সারাদেশে ২ লাখ ১১ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ ও ১ লাখ ৭৪ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৬ হাজার। উপকারভোগী লোকের সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ১৫ হাজার।

এছাড়া নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

অন্যদিকে শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৭ লাখ ১৩ হাজার ৬২১টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৫৯৫ জন।

Tags: