মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন। জ্যাকব ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের মুক্তিযুদ্ধের এক বীর সৈনিককে হারিয়েছি। জাতি মুক্তিযুদ্ধে জ্যাবকের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে।
শেখ হাসিনা জ্যাকবের বিদেহী আত্মার মুক্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লে. জেনারেল জ্যাকব ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণের আলোচনা করেছিলেন। তিনি দীর্ঘদিন রোগ ভোগ করার পর আজ সকালে নয়াদিল্লীতে পরলোকগমন করেন।