কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়া (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) বিকালে পৌরসভার পৈলনপুর মহল্লার পিছনে মোহসিন খালে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
কুলিয়ারচর সরকারী কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার পৌরসভার পৈলনপুর মহল্লার সৌদী প্রবাসী মো. ইকবাল হোসেন (সেলিম) এর কন্য বলে জানা যায়।
সুমাইয়ার দাদা কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ভূইয়া জানান, রোববার বিকালে সুমাইয়া সহ ৪/৫ জন একসাথে মিলে তাদের বাড়ির পিছনে মোহসিন খালের পানিতে গোসল করতে খালে নামে। সাঁতার না জানায় সুমাইয়া হঠাৎ পানিতে ডুবে যায়। অন্যরা সুমাইয়াকে পানির উপরে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পেটে পানি ভর্তি অবস্থায় খাল থেকে উদ্ধার করে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়ার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শুনেছি।