কিশোরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে দুপুরের ভোজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জুন) সদর উপজেলার খিলপাড়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ধুমধাম করে বিয়ের আয়োজন করায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ও উম্মে হাফসা নাদিয়া এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগমসহ অনুষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয়া হলেও শনিবার খিলপাড়া এলাকায় একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়। এতে দুপুরের ভোজে শতাধিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি জানার পর অভিযান চালিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।