muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

সব বয়সীদের জন‌্য ডিপ্লোমা কোর্সের উদ‌্যোগ

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমারেখা তুলে দেওয়াকে ‘ভালো’ বলে মনে করছেন শিক্ষাবিদরা। তবে তারা এও বলছেন, প্রত্যেক বিষয়েরই  ‍সুনির্দিষ্ট  সীমারেখা থাকে। ভিন্ন ভিন্ন বয়সের দুই জনের মধ্যে ক্লাসে যেমন ভারসাম্য থাকবে না, তেমনি সবাই সব বয়সে এই কোর্স চালিয়ে যেতেও সক্ষম হবে না। তাই প্রায়োগিক দক্ষতাসম্পন্ন লোকদের জন্য আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ করেন তারা।

প্রসঙ্গত, এর আগে,  বুধবার (১  জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিদেশফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না।’

দীপু মনি আরও বলেন, ‘অনেকের হয়তো প্রয়োজনীয় কারিগরি দক্ষতা আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই।  তাই তারা ভালো চাকরি পাচ্ছে না।  চাকরি পেলেও ভালো বেতন পাচ্ছে না।  এ ধরনের ব্যক্তিদের যদি প্রয়োজনীয় অ‌্যাকাডেমিক যোগ্যতা থাকে, তাহলে তারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন।’

শিক্ষামন্ত্রীর বক্তব‌্যের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘সবাই বেশি বয়সে এসে পিজিক্স, ম্যাথ কন্টিনিউ করতে পারবেন কি না—ভেবে দেখা উচিত।’

তবে, কিছুটা ভিন্নমত পোষণ করেন আরিফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী। তিনি বলেন, ‘সবার জন্য এ সুযোগ উন্মুক্ত রাখা উচিত।  তবে অবশ্যই কোর্স শিডিউলে পরিবর্তন আনতে হবে। ’

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক একরামুল কবীর বলেন, ‘যদি বয়সসীমা না থাকে, তাহলে ক্লাসে শিক্ষার্থীদের যে একটা সম্পর্ক, সেটি থাকবে না।  একজনের বয়স ৪০; আরেকজনের হবে ১৮ বছর। ’ তিনি বলেন, ‘তবে একটা বিষয় করা যেতে পারে। অনেকের কারিগরি প্রায়োগিক দক্ষতা রয়েছেক।  কিন্তু অ‌্যাকাডেমিক সনদ নেই।  তাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করা যেতে পারে।  তবে মেইন স্ট্রিমে এভাবে আনা ঠিক হবে না।’

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক মিয়া মোহাম্মদ তাহের জামিল বলেন, ‘কেউ যদি চার বছরের জন্য আমাদের এই কোর্সে ভর্তি হতে আসবেন, তখন তাকে অবশ‌্যই কর্মক্ষেত্র ছেড়ে  আসতে হবে।  এক্ষেত্রে তিনি চার বছর এখানে কোর্স কমপ্লিট করে, নিজের কর্মস্থলে ফিরে গিয়ে পুরোপুরি দক্ষতা দেখতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ’

মিয়া মোহাম্মদ তাহের জামিল আরও বলেন, ‘তাকে যখন ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে, তখন ফিজিক্স-কেমিস্ট্রিসহ অন্য বিষয় পড়তে হবে।  আর এগুলোয় তার কতটা দখল আছে, তাও দেখার বিষয় আছে।  সবমিলিয়ে বিষয়টি ততটা বাস্তবায়নযোগ্য হবে না।  তাই তাদের জন্য আলাদা যে সুযোগ রয়েছে, সেটিই রাখা উচিত হবে।’

বাংলাদেশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংগঠনের সভাপতি আব্দুল মান্নান জানান, ‘শিক্ষার ক্ষেত্রে অবশ্যই বয়সের সীমাবদ্ধতা রাখা উচিত নয়।  বিষয়টি ঠিক আছে।  কিন্তু সব বয়সের মানুষ এই কোর্সের নিয়ম মেইন্টেইন করতে পারবে কি না, তাও বিবেচনা করতে হবে।’ না হলে এই উদ‌্যোগ সফল নাও হতে পারে বলে মনে করছেন তিনি।

Tags: