বিতর্ক ওঠার পর এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করা হলো মেহেরপুরের জেলা প্রশাসককে (ডিসি)। কৃষিমন্ত্রীর একান্ত সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির আদেশও একইসঙ্গে বাতিল করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে বিতর্কিত অন্য কর্মকর্তাদের আদেশও পুনঃবিবেচনার চিন্তা-ভাবনা চলছে।
সম্প্রতি ডিসি পদে পদায়নকৃত কর্মকর্তাদের বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ফলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়টি পুনঃবিবেচনা করা হচ্ছে। মেহেরপুর জেলায় পদায়নকৃত কর্মকর্তার আদেশ বাতিল করে নতুন আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে ডিসি পদে পদায়নকৃত সাতজন কর্মকর্তার মধ্যে তিনজনই শিক্ষাজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।