muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে ২ অয়েল মিলকে ৬০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভেজাল সরিষা তেল তৈরী করার দায়ে দুটি অয়েল মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, এস, এম, জাহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাবের সদস্যরা।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) দুপুরে হোসেনপুর বাজার এলাকার এমরান অয়েল মিল ও রহমানিয়া অয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব। এসময় ওই দুটি অয়েল মিলে নোংরা পরিবেশে সরিষার তেল তৈরী এবং সরিষার তেল তৈরীতে পামওয়েল ব্যবহারের আলামত পাওয়া যায়। পরে এমরান অয়েল মিলের মালিক এমরান হোসেনকে ২০ হাজার টাকা ও রহমানিয়া অয়েল মিলের মালিক আব্দুল মতিন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, এস, এম, জাহিদুর রহমান।

জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: