muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

মিঠামইনে ছোট ভাইয়ের জানাজা-দাফনে থাকবেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের মিঠামইনে স্নেহের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের জানাজা-দাফনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে গত ৫ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tags: