করোনার পরীক্ষায় প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতকে আটক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, করোনার পরীক্ষায় প্রতারণা, অ্যান্টিবডি নিয়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বিকেল থেকে ওই হাসপাতালে অভিযান পরিচালনা করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ প্রতিবেদন (রাত ৮টা) লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে হাসপাতালটি নমুনা সংগ্রহ করে ভুয়া সনদ দিয়ে আসছে। গোপনে প্রতিষ্ঠানটি নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা-নিরীক্ষা না করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
এর আগে একই অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী