মোঃ আশরাফ আলী (স্টাফ রিপোর্টার): কিশোরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোরমেলা পত্রিকার সম্পাদক,কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ চেম্বর অব কমার্সের সাবেক সভাপতি মো.খায়রুল ইসলাম চৌধুরী শুক্রবার ৫.২০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত হার্টের অসুস্থতায় ভোগছিলেন। বিকেলে জেলা শহরের পুরানথানাস্থ নিজ বাস ভবনে স্টোক করলে জরুরীভিত্তিতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে, ৪ ভাই , ২ বোন আত্বীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাজনৈতিকদলের নের্তৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজনসহ সর্বস্তরের মানুষ তাঁকে এক নজর দেখতে বাসায় ছুটে যান। মো.খায়রুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো.জিল্লুর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী শাহীন খান, সাবেক সভাপতি একে নাছিম খান, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুৃনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বাদল রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা, সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন শোক জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০১-২০১৬ইং/মইনুল হোসেন