মোঃ আশরাফ আলী (স্টাফ রিপোর্টার): কিশোরগঞ্জে শুরু হয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি-২০ টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। গতকাল ১৬ জানুয়ারী স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম এবং টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন।
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জেলা ও বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট, প্রয়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর কিশোরগঞ্জে ৮বছর পর টুর্ণামেন্টের আয়োজন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের মাঠে গতকার রাতে জমজমান আকর্ষনীয় আতশবাজীর মাধ্যমে আনন্দ-উচ্ছাসে মেতে উঠে কিশোরগঞ্জ ক্রিকেটপ্রেমী সাধারণ জনতা। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান এডভোকেট, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পাভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আখতার জামিল (সার্বিক), কাজী আবেদ হোসেন (রাজস্ব), গোলাম মোহাম্মদ ভূঁঞা (শিক্ষা), মাহমুদ হাসান শাহিন (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট),
শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ উদ্ধেবোধন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এম.পি, টুর্নামেন্ট উদ্ধবোধন করেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এম.পি, রেজোয়ান আহমেদ তৌফিক, এমপি, গোলাম দস্তগীর বীরপ্রতীক, এমপি, চেয়ারম্যান গাজী গ্রুপ, ফরহাদ হোসেন দোদুল, এমপি, তাসকিন আহমেদ, জাতীয়দলের ক্রিকেটার, জলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান এডভোকেট, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পাভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আখতার জামিল (সার্বিক), কাজী আবেদ হোসেন (রাজস্ব), গোলাম মোহাম্মদ ভূঁঞা (শিক্ষা), মাহমুদ হাসান শাহিন (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট) ও স্থানীয় লক্ষাধিক জনতা উপস্থি ছিল।
১২ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রথম পর্যায়ে ৪ টি গ্রুপে ও পরে ৮ টি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেড় লাখ টাকা করে প্রাইজমানি দেয়া হবে।
উল্লেখ্য যে, সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের উন্নয়ন মূলক কাজের জন্য ৩৪ কোটি টাকা তাৎক্ষণিক ভাবে ঘোষণা করেন জনপ্রশাসন মন্ত্রী, ক্রিকেট বোর্ডের সভাপতি আর্ন্তজাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট খেলার প্রতিশ্রুতি ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০১-২০১৬ইং/মইনুল হোসেন