muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পর থেকে সতর্ক থাকতে পুলিশের পরামর্শ

ঈদযাত্রায় অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৬ জুলাই) এআইজি মিডিয়া সোহেল রানা বলেন, ‘এ থেকে রক্ষা পেতে হলে সবার আগে দরকার মানুষের সচেনতা।  কেননা এই সময় মানুষের চলাচল বৃদ্ধি পায়।  অজ্ঞান পার্টির সদস্যরা এ কারণে সুযোগ নেয়।  সেজন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে।  সেক্ষেত্রে চক্রের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।’

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পথে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা দেওয়া যাবে না।  ডাবের ভেতর আগে থেকেই সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ওষুধ মেশানো থাকতে পারে।  তাই তৃষ্ণা নিবারণের বিষয়ে সতর্ক থাকার কোন বিকল্প নেই।  যাত্রাপথে হালকা নাস্তার জন্য বাড়ি থেকে সংগৃহীত খাবার বা পানীয় সঙ্গে রাখা ভালো।  সিএনজিতে চলার সময় ড্রাইভারের কাছ থেকে কোনো খাবার গ্রহণ করা যাবে না।  নগদ অর্থ বা যেকোনো মূল্যবান দ্রব্য নিরাপদে রাখতে হবে।  একাকি ভ্রমণ না করে পরিচিত কাউকে সাথে রাখা ভালো।  কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে পুলিশকে অথবা গাড়ির চালক, হেলপার বা কন্ট্রাক্টরকে অবহিত করবেন।  গাড়িতে পাশের সিটের লোক সখ্যতা গড়ে তুলতে চাইলে তা থেকে বিরত থাকা।  ফুটপাত বা রাস্তার মোড়ে টং দোকান থেকে খাবার না খাওয়া।  ফেরিওয়ালা বা ভ্রাম্যমাণ কারো কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা খাওয়া যাবে না।  বাস, ট্রেন বা লঞ্চে ভ্রমণের সময় লজেন্স বা চকলেট, আইসক্রিম, সিগারেট জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে।  জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করা যেতে পারে।

Tags: