কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রী’র ত্রাণতহবিল থেকে নন-এমপিও সতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মো. শামসুদৌলা (হারুন) প্রমূখ।
এ সময় উপজেলার ছয়সূতী ইউনিয়নের হিলফুল ফুজুল সতন্ত্র এবতেদায়ী মাদরাসার ১জন ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর সতন্ত্র এবতেদায়ী মাদরাসার ৩জন ও মধ্য সালুয়া সতন্ত্র এবতেদায়ী মাদরাসার ১জন শিক্ষকের হাতে ৫ হাজার টাকার করে মোট ২৫ হাজার টাকার ৫টি চেক তুলে দেওয়া হয়।