muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৫৮টি ক্ষুদে বিজ্ঞানী দলের অংশ গ্রহণ

DSCN2745

 

মোঃ আশরাফ আলী (স্টাফ রিপোর্টার):
১৭ জানুয়ারী রোজ রবিবার ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি মহাবিদ্যালয় কলেজ, এর অডিটরিয়ামে ও এসটি হলে এক মনমুগ্ধকর বিজ্ঞান ও প্রযুক্তিমেলার প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদবোধন ঘোষণা করেন প্রধান অতিথি জি.এস.এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক কিশোরগঞ্জ, বিজ্ঞান প্রযুক্তি মেলায় উদবোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন গোলাম মোহাম্মদ ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কিশোরগঞ্জ। উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের প্রিন্সিপাল রাম চন্দ্র রায়, ভাইস প্রিন্সিপাল ফজলুল হক।                                                                      17-01-16 (3)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমি স্কুল লেভেলের প্রায় ৫৮টি দল ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করেন। তাদের মধ্যে ২০২১ সালের মধ্যে জ্বালানি, বৈদ্যুতিক, সবুজ, ক্লিন ও স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন বৈজ্ঞানিক উপস্থাপন করেন।
বক্তারা বলেন, আধুনিকতায় ও বিশ্বায়নের যুগে প্রতিনিয়ত বস্তু ও দ্রব্যসামগ্রীর উন্নতি সাধিত হচ্ছে। বিজ্ঞান সম্মত দৈনন্দিন জীবনে প্রতিটি সামগ্রীর ও ব্যবস্থাপনার সহজলভ্যতা আমাদেরকে উন্নতির শিখরের দিকে অগ্রগামী করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের গৃহস্থলির অতি

17-01-16 (2)

প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থার সাশ্রয়, নিরাপত্তা ও অপচয় রোধকরণের ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমাদের এই বিজ্ঞান মেলা অতি প্রয়োজনী।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০১-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: