muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাবলিক প্লেসে ধূমপান করার দায়ে কিশোরগঞ্জে ২০ জনকে জরিমানা

smoking

মোঃ আশরাফ আলী (স্টাফ রিপোর্টার)
পাবলিক প্লেসে ধূমপান করার দায়ে আবারও ২০ ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গ করে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় এবং আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করার দায়ে ২০ ব্যক্তিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

গতকাল মোবাইল কোর্ট পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত  দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গের কারণে উক্ত আইনের ৪ এর ২ উপধারা অনুযায়ী তাড়াইলের আবু ছিদ্দিক ও বাচ্চু মিয়া, করিমগঞ্জের আসাদ, ইটনার মোঃ সুরুজ আলী, সপন ও আঃ রহিম,  কিশোরগঞ্জ সদর উপজেলার আঃ আলী, অস্টগ্রামের মোঃ ফরিদ, পাকুন্দিয়ার হাফিজউদ্দিন,  মিঠমইনের মোশারফ, রোকন ও মাসুম মিয়া, হোসেনপুরের চান মিয়া ও ফেরদৌস, কটিয়াদীর কাদির মিয়া, ইসমাইল, ইব্রাহিম ও ইসমাইল প্রত্যেককে ৫০ টাকা এবং পাকুন্দিয়ার হারুন ও কিশোরগঞ্জ সদর উপজেলার মামুনকে ১০০ টাকা করে জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০১-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: