muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

তিন বছরের মধ্যে দেশের ১৩টি স্থানে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্প!

earthquake
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম

বড় কোন ভূমিকম্প যে স্থানে হয় সাধারণত ১০০ বছর পরে বা কাছাকাছি সময়ে আবার কম বা বেশি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১৩টি স্থানে ২০১৮ সালের মধ্যে ৮ থেকে ৯ মাত্রার ভূকম্পন হতে পারে।

আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘ভূমিকম্প মোকাবিলা : আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল।
এসময় বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের জন্যই রাজধানী আরো ঝুঁকিপূর্ণ হচ্ছে। বহুতল ভবন তৈরির ক্ষেত্রে রাজউক বিল্ডিং কোড মানলেও দুর্যোগ মোকাবিলায় ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ বাস্তবায়ন করেনি। এই অবস্থায় ভূমিকম্প মোকাবিলায় রাজধানীর প্রশিক্ষণ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি করপোরেশন।

Tags: