দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মোট ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৩৯টি, হ্রাস ৫৯টি, অপরিবর্তিত ৩টি। এখনো বিপৎসীমার ওপর নদী সংখ্যা ৫টি।
বুধবার বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশনের আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় নাকুয়াগাঁও ১৬৮ মিলিমিটার, লরের গড় ১৩৫ মিলিমিটার, লাটু ১১৩ মিলিমিটার, গাইবান্ধা ১১০ মিলিমিটার, মহেশখোলা ৮৪ মিলিমিটার, কক্সবাজার ৮০ মিলিমিটার, চিলমারী ৮২ মিলিমিটার, চাঁপাইনবাবগঞ্জ ৭৫ মিলিমিটার এবং টেকনাফ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।