কিশোরগঞ্জে পাকুন্দিয়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৫) ও বজলুল হকের ছেলে রাব্বির (১৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
আজ (১৬ আগস্ট) উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায় নিহত রাব্বি রোববার বেলা ১১ টায় বাড়ির পাশে পুকুর পারে বিদ্যুৎতের তারে হাত দেয়। তাকে উদ্ধার করতে গিয়ে চাচা আজিজুল হকও বিদ্যুৎতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শ্যমল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে দুজন মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেন।