অনুমতি ব্যতিরেখে পোস্টার লাগানো ও ব্যানার টানানোর কয়েকটি খন্ড চিত্র। এ দৃশ্য শহরের সবত্রই।
আশরাফ আলী (স্টাফ রিপোর্টার):
দেয়ালে পোস্টার লাগানো ও ব্যানার টানানোর অপরাধে ০৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেয়াল লিখন, পোস্টার লাগানো ও ব্যানার টানানোর অপরাধে প্রথমবারের মতো ০৬ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ ভঙ্গের কারণে উক্ত আইনের ৩ এর ৬ (২) উপধারা অনুযায়ী গার্ডেনিয়া কিন্ডার গার্ডেন, এইম ক্যাডেট কোচিং সেন্টার, কমার্স একাডেমী, বিদ্যাপীঠ, অনুশীলন কোচিং সেন্টার ও লুমিনাস কিন্ডার গার্ডেন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
উল্লেখ্য, উক্ত আইনের ৩ এর ৬ (২) উপধারায় স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত কোন স্থানে দেয়াল লিখন, পোস্টার লাগানো ও ব্যানার টানানোর জন্য নূন্যতম পাঁচ হাজার টাকা হতে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের কথা বলা হয়েছে। কিশোরগঞ্জ শহরে ঢুকলেই দেখা যায় রাস্তার পাশে অবস্থিত সরকারি-বেসরকারি ভবনের দেয়াল, রাস্তার পাশের খাম্বা, বৈদ্যুতিক খুঁটি, গাছ বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। এদিকে জেলা প্রশাসন ইতোমধ্যে সিকে-জিকে (ক্লিন কিশোরগঞ্জ-গ্রিন কিশোরগঞ্জ) কর্মসূচি গ্রহণ করেছে। অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান, বিজয় দিবসের প্রাক্কালে গুরুদয়াল কলেজসহ শহরের বেশ কিছু স্থানে জেলা প্রশাসন নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ করেছে। এখনও এ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, পোস্টার ও ব্যানার অপসারণের দ্’ুএকদিন পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি আবারও পোস্টার ও ব্যানার লাগাচ্ছে। মোবাইল কোর্ট সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞ পিপি জনাব শাহ্ আজিজুল হক বলেন, নি:সন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কিশোরগঞ্জে এটি এবারই প্রথম। তিনি আরও বলেন, বিদেশে এসব অপরাধের জন্য প্রতিনিয়ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বিধায় তারা নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে সক্ষম হয়। কিশোরগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে আইন প্রয়োগের কোন বিকল্প নেই।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০১-২০১৬ইং/নিঝুম