সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে নান্দাইল তাসারা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দুইজন উপজেলার গাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মুস্তাকিম অন্যজন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল ইসলাম।
আজ (২২ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দা ও নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সুত্রে জানা গেছে, গরুবোঝাইকৃত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো অপর আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় মুস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়। সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া ৪ টি গরু ঘটনাস্থলেই মারা যায় ও ২৫ টি গরু সহ আরো ৩ জন ব্যাক্তি মারাত্মক ভাবে আহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটির চালক পালতক রয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।