muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এর আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম এসব তথ্য জানান।

এর আগে গত ২০ আগস্ট মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল। পরদিন তাদের আদালতে নেয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

এই ৩ আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ মঙ্গলবার আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল বলেন, পুলিশের দায়ের মামলার সাক্ষী এ আসামিকে এর আগে জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তাদের দেয়া এসব তথ্য-উপাত্ত মামলার অন্য আসামিদের তথ্য-উপাত্তের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনার ব্যাপারে সব আসামিদের দেয়া তথ্য-উপাত্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরো অধিকতর তদন্তের স্বার্থে তাদের (পুলিশের দায়ের মামলার ৩ সাক্ষী) পুনরায় রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, নিরাপরাধ লোকজন যাতে সাজা না পায়; দোষী যাতে ছাড়া না পায়।

তবে রিমান্ড মঞ্জুর হওয়া এ আসামিদের সুবিধাজনক সময়ে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হবে বলে জানান খাইরুল ইসলাম।

Tags: