muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কখনো তিনি ‘এমপি’, কখনো ‘রাষ্ট্রপতির ছেলে’!

কখনো নিজেকে এমপি, কখনো রাষ্ট্রপতির ছেলে হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ময়মনসিংহ থেকে ওই ব্যক্তিকে আটক করে।

আটক হওয়া মো. তাজুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার তাজুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি বলেন, ‘তাজুল ইসলাম নিজেকে কখনো সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তদবির করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরই কোনাডাংগর এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।’

তিনি বলেন, ‘প্রতারক তাজুলকে আটকের পর জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী আশিকুর রহমান খান সদর মডেল থানায় বাদী হয়ে তাজুল ইসলামকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Tags: