সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৪০০তম উইকেট তুলে নিলেন জিম্বাবুয়ের মুতুমবামিকে ফিরিয়ে দিয়ে।
ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেন বিশ্বসেরা সাকিব। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও হালকা বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি। পরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। প্রথম চার ওভারে টাইগারদের বিপক্ষে এক উইকেটে ৪৫ রান তোলেন জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। চতুর্থ ওভারের শেষ বলে মাসাকাদজাকে বিদায় করেন অভিষিক্ত মোহাম্মদ শহীদ। আউট হওয়ার আগে মাসাকাদজা ১৪ বলে ২০ রান করেন।
বুধবার বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটি ৭ ওভার পর্যন্ত খেলা হওয়ার পর বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বৃষ্টি থামার পর আবারও শুরু হয়েছে খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে। ৩ উইকেট হারিয়ে ১২ ওভার ৫ বল শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১০২। ২০ রানে শহিদের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার মাসাকাদজা। ক্যাচটি ধরেন মোসাদ্দেক হোসেন। আর ২০ রান করা মুতুমবামির উইকেটটি নেন সাকিব। এবারের ক্যাচটি ধরেন সাব্বির।
এ ম্যাচের মধ্যদিয়েই অভিষেক ঘটলো মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি ও অলরাউন্ডার মুক্তার আলীর।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান ও সৌম্য সরকার।
জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, পিটার মুর, মুতুমবামি, মুজারাবনি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-01-2016/মইনুল হোসেন