নেইমারের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি ছিন্ন করার ঘোষণা দিয়েছে ক্রীড়া পোশাক উৎপাদক প্রতিষ্ঠান নাইকি। গত ১৫ বছর ধরে ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গী ছিল যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি। আগামী সোমবার থেকেই নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। বার্তা সংস্থা এএফপিকে আগের দিন এ প্রসঙ্গে নাইকির মুখপাত্র জস বেনেডেক বলেছেন, ‘আগামী ৩১ আগস্ট থেকে নেইমার আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’
সংবাদমাধ্যমের খবর, পিএসজি তারকা নেইমারের সঙ্গে নাইকির প্রতিদ্বন্দ্বী পুমার সঙ্গে আলোচনা হয়েছে। জার্মানির ক্রীড়া সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করতে পারেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল ইউওএল জানিয়েছে, চুক্তি নবায়নে অর্থ সংক্রান্ত আলোচনায় নেইমার ও নাইকি একমত হতে পারেনি। এই নিয়ে কয়েক মাস আগে থেকে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। তবে নাইকির সঙ্গে চুক্তি ছিন্ন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি নেইমারের কমিউনিকেশন টিম। তারকা এই ফরোয়ার্ডকে চুক্তি করার সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুমাও।