শনিবার দুপুরে গুলশান শুটিং কমপ্লেক্সের সামনে প্রতীকী এই কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সঙ্গে ছিলেন এটিএম শামসুজ্জামান, রামেন্দু মজুমদার, তারানা হালিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শর্মিলী আহমেদ, তমালিকা কর্মকার, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
নগরীকে পরিচ্ছন্ন রাখা ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী আনিসুল হকের অন্যতম প্রতিশ্রুতি।
আনিসুল হক সাংবাদিকদের বলেন, “যাকে মানুষ ভালবাসে, পছন্দ করে, তারা যখন শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন, সাধারণ মানুষ তাদের অনুসরণ করে শহরকে পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসবে।”
আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী বলেন, “যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলেন, তারাই বাংলাদেশের সত্যিকার মানুষ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই মানুষগুলো যখন আমার পক্ষে ভোট চাইবেন, আমার ভোটও বাড়বে।”
শনিবার সকালে মিরপুর ১২ এলাকার মোল্লা মার্কেট ও গুলশান নিকেতন এলাকায় প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান চালান আনিসুল হক। পরে গাবতলী এলাকায় তার নির্বাচনী প্রচার চালানোর কথা।