স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে নতুন মুখ আরিফুল হক। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি নর্থ জোনের হয়ে খেলা আরিফুল হক ব্যাট হাতে ১১৫ রান করেন। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আরিফুল লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪৪টি। ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
স্কোয়াডে নতুন মুখ আরিফুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,‘আসলে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমার জীবনে সবচেয়ে আনন্দের দিন আজ।’
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি নর্থ জোনের হয়ে খেলা আরিফুল হক ব্যাট হাতে ১১৫ রান করেন। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আরিফুল লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪৪টি। ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১৮ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নজরকাড়া কোনো পারফরম্যান্স না থাকলেও ১২১ স্ট্রাইক রেট থাকার কারণে মূলত তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, ২৩ দলে খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান।
আরিফুলের দাবি প্রাইম ব্যাংকের বিপক্ষে বিসিএলে হাঁকানো সর্বশেষ সেঞ্চুরিটি তাকে জাতীয় দলের ক্যাম্পে নিয়ে এসেছে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরি, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মতুর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।
জিম্বাবুয়ে বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়া নাসির হোসেন, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বী দলে ফিরেছেন।
আগামী ২৩ জানুয়ারি ক্রিকেটারদের ক্যাম্পে ডাকা হয়েছে। খুলনার শেখ আবু নাসেরে ৩১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। এ সময়ে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও (২৮ ও ৩১ জানুয়ারি) খেলবেন ক্রিকেটাররা।
ছয় দিনের বিশ্রাম শেষে ৮ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি রওনা হয়ে ১৮ তারিখ পর্যন্ত চট্টগ্রামেই থাকবেন ক্রিকেটাররা। চট্টগ্রামেও হবে তিনটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ।