muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

মসজিদে বিস্ফোরণ : হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে। তিতাস গ্যাস  কর্তৃপক্ষ এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক এসব টাকা বিতরণ করবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.  খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত  প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।  হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।

Tags: