কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও বিপণন রোধে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর আদেশ মোতাবেক বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও বিপণন রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর মধ্যে জেলার করিমগঞ্জে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং দুইটি ড্রেজার লবণ দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জেলার বাজিতপুরে এক লাখ টাকা জরিমানা আদায় এবং একটি ড্রেজারটি বিনষ্ট করা হয়।
বাজিতপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লংঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না। এ সময় ২টি মামলায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ড্রেজারটি বিনষ্ট করা হয়।
অন্যদিকে করিমগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা লংঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন। এ সময় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং দুইটি ড্রেজার লবণ দিয়ে বিনষ্ট করা হয়।