কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ সরকারের সবচেয়ে বড় বিনিয়োগ।’
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় স্থানীয় ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করছে। একজন শিক্ষার্থী নতুন বই পাওয়ার পর তার শিক্ষাগ্রহণে যে আগ্রহ তৈরি, তাতে বই বিতরণ সরকারের অপচয় নয়; শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেছেন।