মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদ ও নানা দাবিতে আগামী ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মবিরতির ডাক দিতে যাচ্ছেন বিসিএস শিক্ষকরা। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম এ তথ্য জানান।
তিনি বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদে এবং পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল ও কৃত্য পেশাভিত্তিক প্রশাসনের দাবিতে এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন তারা।
সকালে রাজধানীর নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি প্রফেসর নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকারসহ সমিতির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান।