মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভীর (৭৩) মৃত্যু হয়েছে। জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের বাসিন্দা তিনি। মৃত আব্দুল খালেকের ছেলে তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি। কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ১২ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
Tags: