কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় কাচারি বাজার ও পুরানথানা বাজার মনিটরিং করা হয়। বাজারে চাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের নানা ভেজালের অভিযোগ থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটুসহ অন্যান্য কর্মকর্তারা।