কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৭৬.৫ লিটার চোলাই মদসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ১২ জন হলেন- ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার আংগুর মিয়ার ছেলে আপন মিয়া (৫২), চন্ডিবের এলাকার রমজান মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪৫), একই এলাকার মকবুল মিয়ার ছেলে মো. নাসির (৩০), পঞ্চবটি এলাকার মজিবুর রহমানের ছেলে খালেদ মিয়া (৩৬), ঘোড়াকান্দা এলাকার করম আলীর ছেলে মো. খুরশীদ (৬৭), ভৈরবপুর এলাকার নিব্যাস্যা মিয়ার ছেলে ফরিদ মিয়া (৫৭), একই এলাকার আলাল মিয়ার ছেলে মো. খোকন (৫৫), কিশোরগঞ্জ সদর থানার কাঠালিয়া এলাকার কাদের মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০), বেলাবো থানার আমলাপুর এলাকার নূর আহম্মদের ছেলে জায়েদুল হক (৪৮), শিবপুর থানার ছোটাবন এলাকার খোরশেদ আলমের ছেলে মো. ইকবাল (৩৪), হালুয়াঘাট থানার ঠ্যাঙ্গবর এলাকার সুনীল চন্দ্র রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দাতিয়ারা এলাকার নূর আলীর ছেলে শাহ আলম (৫৪)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার পাওয়ার হাউজ কলোনীর জণৈক মানিক লালের বসত ঘরের সামনে ও রানীবাজারস্থ মাছ বাজারের বাদশা স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।