muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ছোট উড়োজাহাজে ১৪০, বড় উড়োজাহাজে ২৬০ যাত্রীর বেশি নয়

উড়োজাহাজের সিটগুলোতে যাত্রী বসার ক্ষেত্রে নিয়ম-নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ বৃহস্পতিবার থেকে পরিবর্তিত নির্দেশনা কার্যকর হয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইটের যাত্রী সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে।
ওয়াইড বডি বা বড় সাইজের উড়োজাহাজের ক্ষেত্রে একটি ফ্লাইটে সর্বোচ্চ ২৬০ জন এবং ন্যারো বডি বা মাঝারি আকারের উড়োজাহাজের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪০ জন বহন করা যাবে।

আগাম সতর্কতা হিসেবে প্লেনের ইকোনমি ক্লাসের শেষের সারি ও বিজনেস ক্লাসের কমপক্ষে একটি সিট করোনা সন্দেহভাজন রোগীদের জন্য খালি রাখতে হবে।

Tags: