muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

গাইবান্ধায় জোড়া খুনের মামলায় ৩ ভাইয়ের ফাঁসি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের দায়ে বৃহস্পতিবার তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল হোসেন, হাফিজার রহমান ও আজিজল হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। অপর তিন আসামিকে খালাস দেয়া হয়। 

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুরবো জিনিয়া গ্রামে আবুল হোসেনের সাথে প্রতিবেশী মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। মফিজল হক তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়।
 
এব্যাপারে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার এসআই সারোয়ার্দী ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Tags: