muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

ধর্ষণ মামলায় কারাগারে ৪ শিশু, ক্ষমা চাইলেন সেই ম্যাজিস্ট্রেট

বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারিত ছিলো।

তলবে হাইকোর্ট উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ।

এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই চার শিশু এবং তাদের অভিভাবকদেরকে ১১ অক্টোবর হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রোববার (১১ অক্টোবর) সকালে তারা উপস্থিত হন।

এ বিষয়ে চার শিশুর বক্তব্য শুনতে তাদের বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।

Tags: