এখন নাটক, মিউজিক ভিডিও কিংবা ওয়েব সিরিজ, সবকিছুর শুটিং রাজধানীর উত্তরা বা শুটিং হাউসকেন্দ্রিক হয়ে গেছে। তবে এর ব্যতিক্রমও আছে। ঢাকার বাইরে কিংবা প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুটিং করতে গেলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যার কারণে এসব এলাকাগুলো প্রায় সময় এড়িয়ে যাওয়া হয়।
সম্প্রতি আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে বেশ কিছু ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের সময় তাঁদের ঘিরে আছে কয়েকশ মানুষ—যে দৃশ্য বাংলাদেশের নাটকের ক্ষেত্রে খুব কমই মেলে। নাটকের অভিনেতা অভিনেত্রীকে দেখতে ভিড় জমিয়েছে সাধারণ দর্শক। নাটকটির শুটিং করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চোধুরী। যাদেরকে দেখতেই এত লোক সমাগম।
নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, ‘পরশু ও গতকাল অপূর্ব-মেহজাবীনসহ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নাটকের কয়েকটি দৃশ্য ধারণ করেছি। শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও মানুষের ভিড় সামলানো কঠিন হয়েছে। সে কারণে শুটিংয়ের স্থান নিয়ে রহস্য রাখা।’
তিনি আরও বলেন, ‘এত মানুষের ভিড়ে শুটিং করা কঠিন। আর অন্যটা হচ্ছে, তাদের এই ভালোবাসা তো আমি ফেরাতে পারি না। আসলে ঢাকার বাইরে শুটিং খুব কম হয়, সে জন্য এমনটা হয়। কিশোরগঞ্জে এমন শুটিং প্রথম, তাই তাদের অনেক আগ্রহ। অনেকে তো শুটিং দেখতে রাতে রেলস্টেশনে শুয়েও ছিল।’
জানা গেছে, ‘ভাগ্যক্রমে’ শিরোনামে এ নাটকটি আগামী বছরের শুরুর দিকে চ্যানেল আইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।