muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কটিয়াদীতে কালবৈশাখী ঝড়ে নিহত ১, বোরো ফসলের ব্যাপক ক্ষতি

kal boishakhi kotiadi
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওপর দিয়ে শনিবার রাতে ২দফায় কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে কাঁচা ঘর বাড়িসহ বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর গ্রামের আ. মান্নান (৬৫) নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড় শুরু হলে উপজেরার মসূয়া ইউনিয়নের কাজীর চরবাজারে এক মুদির দোকানে আ. মান্নান আশ্রয় নিলে ঝড়ে দোকানের উপর থাকা একটি শিমুল গাছ ভেঙ্গে পরে ঘরের নিচে চাপা পড়ে আ. মান্নান গুরুতর আহত হয়। আহত আ. মান্নানকে কটিয়াদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাঁকে মৃত ঘোষনা করেন। এসময় একই গ্রামের জাহাঙ্গীর (১৮) নামের এক ব্যক্তি আহত হয়। শনিবার সন্ধ্যায় ও গভীর রাতে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার কটিয়াদী পৌর সদর, মসূয়া, জালালপুর, লোহাজুরী, আচমিতা, চান্দপুর, করগাঁও ও ধূলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়। কটিয়াদী বাজার নদীর বাঁধে ৩/৪টি দোকানের টিনের চাল উড়িয়ে নিলে সমস্ত মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। এতে প্রায় ৪/৫ ল টাকার য়তি হয়েছে বলে দোকান মালিকগণ জানান। বিদ্যুতের খুঁটিসহ সহ¯্রাধিক গাছপালা উপড়ে পড়ে। আচমিতা ইউনিয়নের গাংকুল পাড়া কওমী মাদ্রাসা ঝড়ে বিধ্বস্ত হয়। গাছপালা পড়ে সমগ্র উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে লন্ডভন্ড হয়ে যায়। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শিলা বৃষ্টিতে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: