muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আইপিএলে খেলতে বোর্ড থেকে ছাড়পত্র পাচ্ছেন না মুস্তাফিজ

mustafiz

স্পোর্টস ডেস্কঃ ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের নবম আসর মাঠে গড়াবে এপ্রিল মাঠে।

 

এবারের এই আসরে প্লেয়ার ড্রাফটে আছেন বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমান। দুদিন আগে তার ভিত্তিমূল্য প্রকাশিত হয়েছে। যেখানে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা।

 

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আইপিএলের কোনো দল যদি মুস্তাফিজকে দলে নিতে চায় তাহলে সেক্ষেত্রে তার খেলতে কোনো সমস্যা নেই।

 

কিন্তু বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন মুস্তাফিজকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ক্ষেত্রে বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হবে না। মূলত মুস্তাফিজের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বোর্ড এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

 

এতো অল্প বয়সে বেশি বেশি ম্যাচ খেললে ইনজুরিতে পরার একটা ঝুঁকি থেকে যাবে। সেক্ষেত্রে মুস্তাফিজের আর একটু পরিপক্ক হওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি অল্প বয়সে বড় বড় আসরে খেলতে গেলে ইনজুরিতে পরার পাশাপাশি অন্যান্য ঝুঁকিও থেকে যায়। আর সে বিষয়গুলো মাথায় রেখেই বোর্ড তাকে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

Tags: