স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দু-চার দিনের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন আনার চুক্তি সম্পাদন করা হবে। যারা করোনা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি।
শনিবার সকালে তিনি মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, সামনে শীত আসছে। এ সময় করোনা সংক্রমণ বাড়তে পারে। ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু অনেক বেড়ে গেছে। তবে তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, আমরা একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি। আপনারা আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। এখনো দেশে থেকে করোনাভাইরাস চলে যায়নি। তাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।