বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদায় পদোন্নতি ও সব সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। এই রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাব্বী।
আইনজীবী রেজা–ই রাব্বী বলেন, পদোন্নতিবঞ্চিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা এর আগে ২০১৩ সালে হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রাথমিকভাবে ওই বছরই রুল জারি করেন। রুলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সচিব ও উপসচিব পদবঞ্চিতদের সুযোগ-সুবিধা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। পদোন্নতি বঞ্চিত না হলে এই ৩৯ জনের মধ্যে ৩৭ জন সচিব, একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব হতেন বলে জানান এই আইনজীবী।