কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী হত্যা মামলার রায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
এছাড়া একই মামলার অপর আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রেখা আক্তারের অপ্রাপ্তবয়স্ক মেয়ে বৃষ্টি আক্তারের (১৪) বিচারকার্য কিশোরগঞ্জের শিশু অপরাধ ট্রাইব্যুনালে বিচারধীন রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ সকালে হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা কমলা বেগমের সাথে ঝগড়া করাসহ মারপিট করে। এ সময় কমলার বেগমের বাবা বৃদ্ধ কাছুম আলী মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই কাছুম আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিনই হোসেনপুর থানায় নিহতের মেয়ে কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. নূর হোসেন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ অক্টোবর আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-জেরা শেষে রোববার আদালতের বিচারক রায় ঘোষণা করলেন।
রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট নূর মোহাম্মদ মামলাটি পরিচালনা করেন।