muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

স্ত্রী-শিশুকন্যা হত্যার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

স্ত্রী-শিশুকন্যা হত্যার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী আব্দুল গফুর (৪৭) নামে এক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

আব্দুল গফুর অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশু কন্যা হত্যার আসামি।  তিনি লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার অভিযোগে মামলা হয়।

এ মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার রাতে কাশিমপুর কারাগারে এ রায় কার্যকর করা হয়।

Tags: