কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধান খেত থেকে অজ্ঞাতপরিচয়ের তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মাঠ-সংলগ্ন একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ।
কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহত তরুণীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই তরুণীর পরনে সালোয়ার ও কামিজ ছিল। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Tags: