muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ তিন মাস পেছাল

২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আট নম্বর আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৩ মাস পিছিয়ে এই টুর্নামেন্ট হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে ২০২২ সালে মেয়েদের বহুজাতিক দুটি বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ২০২৩ সালে মেয়েদের কোনও বড় ইভেন্ট নেই। মেয়েরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে, সেজন্য এটি পেছানো হয়েছে। তাছাড়া ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, তাই এই ব্যবস্থা।

এর আগে করোনা মহামারির কারণে গত আগস্টে আইসিসি ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে এসেছে। নিউজিল্যান্ডে হবে এই টুর্নামেন্ট। তবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে কিছু জানায়নি আইসিসি।

Tags: