muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বঙ্গভবনে হঠাৎ পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তির ‘নৈশভোজ’

Abdul hamid

হঠাৎ করেই রাষ্ট্রের চারজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বৈঠকে অংশ নেন।

তবে আইনমন্ত্রী আনিসুল হক  বলেন, ‘এটি একটি নৈশভোজ (ডিনার) ছিল। রাষ্ট্রপতি আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা তাতে অংশ নিয়েছি।’

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যার পরপরই বঙ্গভবনে প্রবেশ করেন। তাঁর আগে সেখানে যান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবন থেকে বের হতে দেখা যায়। অন্যরা আরো কিছু সময় পরে বের হন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এ রকম ব্যক্তিরা এক জায়গায় হলে কিছু গুরুত্বপূর্ণ কথা তো হয়ই।’ এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

সম্প্রতি বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় লেখাকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এর পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তাঁর এ মন্তব্যের জন্য জাতীয় সংসদেও সমালোচনা করা হয়। এমন পরিস্থিতিতেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-01-2016/মইনুল হোসেন

Tags: