muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

চলে গেলেন বাদল রায়

জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় মারা গেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার ৫টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০০৯ সালের জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায়।

বাদল রায় ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন। ১৯৮৬ সালে তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ১৯৮২ সালে আবদুস সালাম মুর্শেদীর ২৭ গোলের পেছনে বড় অবদান ছিল বাদলের। নিজে গোল করার মতো অবস্থানে থেকেও আবাহনীর কাজী সালাউদ্দিনের ২৪ গোলের রেকর্ড ভাঙার জন্য সালাম মুর্শেদীকে দিয়ে গোল করিয়েছেন।

শুধু মোহামেডান নয়, জাতীয় দলেও বাদল রায় ছিলেন অপরিহার্য ফুটবলার। ১৯৮২ দিল্লি এশিয়াডে তার জয়সূচক গোল রয়েছে ভারতের বিপক্ষে। ইনজুরির জন্য বাদল রায়ের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি।

সাবেক এ তারকা ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক জানান।

Tags: