muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

‘গোল্ডেন মনির’ ১৮ দিনের রিমান্ডে

মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরকে’ ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর বাড্ডা থানার তিন মামলায় রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

তাকে রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক তিন মামলায় তার বিরুদ্ধে সাত দিন করে ২১ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক অস্ত্র মামলায় ৭ দিন ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই মামলায় এক সঙ্গে রিমান্ড কার্যকর হবে বলে বিচারক আদেশে উল্লেখ্য করেন।

অপর দিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান মাদক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে নিজ বাসা থেকে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। তার বাসা থেকে আট কেজি স্বর্ণালংকার ও নগদ এক কোটি নয় লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রবিবার সকালে র‌্যাব বাদি হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় পৃথক তিনটি মামলা করে।

Tags: