ফিফা র্যাঙ্কিংয়ে অনেক দিন পর বাংলাদেশের উন্নতি হয়েছে। শুক্রবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৮৪ নম্বরে দেখা গেছে। আগে ১৮৭ নম্বরে ছিলেন জামাল ভূঁইয়ারা।
এশিয়া থেকে ভারত চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে।
কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।
বৈশ্বিক হিসাব বিবেচনায় শীর্ষ ৬ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বেলজিয়াম যথারীতি শীর্ষে। তাদের পরে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।
উরুগুয়ের সঙ্গে অদল-বদলের পর ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সপ্তম। অষ্টম উরুগুয়ে।
নবম-দশম স্থানে পরিবর্তন এসেছে। মেক্সিকো এবং ইতালি এই জায়গায় ফিরেছে। ২ ধাপ উন্নতি করে মেক্সিকো নবম। দশম স্থান দখল করা ইতালিও ২ ধাপ উন্নতি করেছে।
মেক্সিকো ৯ বছর পর শীর্ষ দশে ফিরল। ইতালি ৪ বছর পর।
সবচেয়ে বেশি উন্নতি করেছে আফ্রিকার দুই দেশ গিনি এবং বুরুন্ডি।
১৩৪তম স্থানে আসা গিনি ১০ ধাপ এগিয়েছে। সমান উন্নতি করে বুরুন্ডি ১৩৮তম।
পাঁচ অথবা বেশি ধাপ উন্নতি করা দল আছে চারটি। লাটভিয়া (১৩৬), কিউরাসাও (৭৬), আজারবাইজান (১০৯), সাউথ সুদান (১৬৩)।